ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লোহাগড়ায় ছাত্রের হামলায় শিক্ষক দম্পতি আহতের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
লোহাগড়ায় ছাত্রের হামলায় শিক্ষক দম্পতি আহতের ঘটনায় মামলা

নড়াইল: লোহাগড়ায় বখাটে ছাত্রের হামলায় শিক্ষক দম্পত্তি আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আহত শিক্ষক বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন।

ওই বখাটে ছাত্র হলো- লোহাগড়ায়র ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্র ও করফা গ্রামের সনাজ শেখের ছেলে পারভেজ শেখ (১৬)।

আহত শিক্ষক পংকজ কুমার জানান, পারভেজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের কৃষিশিক্ষা ক্লাসে শিক্ষকের উপস্থিতিতে ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। এ সময় পংকজ কুমার পারভেজ ছাত্রীদের উত্যক্ত করতে নিষেধ করেন। বিকেলে স্কুল শেষে পংকজ কুমার ও তার স্ত্রী শিক্ষিকা আরতি সরকারকে নিয়ে মোটরসাইকেলে লোহাগড়ায় ফিরছিলেন। তারা ইতনা পশ্চিমপাড়া পৌঁছালে পারভেজ তাদের গতিরোধ করে লাঠি দিয়ে উভয়কে মারপিট করে পালিয়ে ‍যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, পারভেজকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।