ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
ঢাবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়।  

পরে সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

সাংবাদিক সমিতির কার্যালয় থেকে শুরু হওয়া র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য খায়রুজ্জামান কামাল, প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম খোকন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা।

র‌্যালি শেষে টিএসসির শিক্ষক লাউঞ্জে সংগঠনটির সাবেক ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয় মিলনমেলা।

উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি গণতন্ত্রের চর্চা সর্বদা অব্যাহত রেখে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে সংবাদ পরিবেশন করছেন সাংবাদিকরা। যে সরকার ক্ষমতায় থাকুক না কেন সাংবাদিক সমিতির বস্তুনিষ্ঠতা সব সময়ই ছিলো, আছে এবং থাকবে।

ভবিষ্যতেও এই ধারায় কাজ করে যেতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।