ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ীতে নদীতে মাছ শিকারে গিয়ে জেলে নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
ফুলবাড়ীতে নদীতে মাছ শিকারে গিয়ে জেলে নিখোঁজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে ধরলা নদীতে মাছ শিকারে গিয়ে আবু বক্কর মিয়া (৫০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলে কবির মামুদ গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের কলাখাওয়া ঘাট এলাকায় ধরলা নদীতে মাছ শিকার করার সময় তিনি নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তির পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু বক্কর গ্রামের অন্য জেলেদের সঙ্গে জাল নিয়ে ধরলা নদীতে মাছ শিকারের যান।

কলাখাওয়া ঘাট এলাকায় পৌঁছে মূল ধরলা নদী জালসহ সাঁতরিয়ে পাড় হওয়ার সময় প্রচণ্ড স্রোতে হঠাৎ ডুবে যায় আবু বক্কর।

কিছুক্ষণ পর জাল ভেসে উঠলেও আবু বক্করের সন্ধান পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, মাছ শিকারে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর শুনেছি। তাকে উদ্ধারে ওই এলাকা ও তার আশ-পাশে সন্ধান চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।