ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে স্ত্রীর ছোড়া গরম পানিতে দগ্ধ স্বামীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
মুন্সীগঞ্জে স্ত্রীর ছোড়া গরম পানিতে দগ্ধ স্বামীর মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় স্ত্রীর ছোড়া গরম পানিতে দগ্ধ স্বামী নাসির উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার‍া যান। এর আগে, ১৪ সেপ্টেম্বর উপজেলার পঞ্চসারের আদুইরা তলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই শাহেব উদ্দিন বাংলানিউজকে বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় আমার ভাইয়ের শরীরে মরিচ, লবন মিশ্রিত গরম পানি ঢেলে দেয় তার স্ত্রী মিনু বেগম (৩৫)। ওইদিন রাতেই তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামি মিনু বেগম পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।