ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওয়ারীতে ছিনতাইকারী সন্দেহে গণধোলাই, ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
ওয়ারীতে ছিনতাইকারী সন্দেহে গণধোলাই, ঢামেকে মৃত্যু

ঢাকা: রাজধানীর ওয়ারীতে ছিনতাইকারী সন্দেহে গণধোলাইয়ে আহত নাদিম (৩০) নামে যুবককের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ওয়ারীর কেএম দাস লেনে এ ঘটনা ঘটে।

ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব আহম্মেদ বাংলানিউজকে জানান, সকালে ওয়ারী কেএম দাস লেনের ৯ নম্বর রোডে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে গণধোলাই নিয়েছে এলাকাবাসী।

পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad