ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ভারত: সুষমা স্বরাজ

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ভারত: সুষমা স্বরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে সুষমা স্বরাজ

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সাক্ষাতে ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত।

পরে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, সাক্ষাতে অন্য বিষয়ের সঙ্গে রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে।

রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে বলে প্রধানমন্ত্রীকে জানান সুষমা স্বরাজ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত অবশ্যই বাংলাদেশের সঙ্গে আছে রোহিঙ্গা ইস্যুতে।

আগামী ২৩-২৪ অক্টোবর যৌথ কমিশন বৈঠকে বাংলাদেশে আসবেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সুষমা স্বরাজ।

শহিদুল হক আরও জানান, প্রধানমন্ত্রী আবুধাবি ইতিহাদে নিউইয়র্ক আসার সময় একই প্লেনে সুষমা স্বরাজও ছিলেন। সেখানেও দু’জনের মধ্যে আলাপ হয়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।