ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শর্ত ছাড়া মিয়ানমারকে বর্বরতা বন্ধের আহ্বান বড় দেশগুলোর

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
শর্ত ছাড়া মিয়ানমারকে বর্বরতা বন্ধের আহ্বান বড় দেশগুলোর শর্ত ছাড়া মিয়ানমারকে বর্বরতা বন্ধের আহ্বান বড় দেশগুলোর

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে: বিশ্বের বড় বড় দেশগুলো কোনো রকম শর্ত ছাড়া শিগগিরই রোহিঙ্গাদের ওপর বর্বরতা বন্ধ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে ব্রিটিশ পররাষ্ট্র সচিব বরিস জনসন আয়োজিত এক সভায় এ আহ্বান জানানো হয়।

পরে হোটেল গ্র্যান্ড হায়াতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক।

সভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, চীন, ডেনমার্কের প্রতিনিধি এবং মিয়ানমারের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা উ থাং তুন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহিদুল হক উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ভারত: সুষমা স্বরাজ

শহিদুল হক বলেন, সভায় রোহিঙ্গা বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সেখানে বাংলাদেশ যে রোহিঙ্গাদের এভাবে আশ্রয় দিয়েছে এ ব্যাপারে বড় দেশগুলোর প্রতিনিধিরা ভূয়সী প্রশংসা করেছে। মিয়ানমারকে তারা (বিভিন্ন দেশের প্রতিনিধিরা) বর্বরতা বন্ধ করতে বলেছে। একই সঙ্গে দ্রুত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান তারা।

শহিদুল হক বলেন, মিয়ানমারের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা বলতে চাইছিলেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেভাবে প্রচার হচ্ছে এটা আসলে ঠিক না। তখন সবাই বলেছেন আসলে বাস্তবতা কি এটা আমরা সবাই জানি। আপনি ওটা নিয়ে আলোচনা না করে এ সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটা ফোকাস করেন।

বিভিন্ন দেশের প্রতিনিধিরা মিয়ানমারের রাখাইন রাজ্যে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং পুর্নবাসন করতে দেশটির প্রতি আহ্বান জানান। তারা বলেন, এটা আর্ন্তজাতিক কমিউনিটির দাবি। এখনই বন্ধ করতে কোনো রকম শর্ত ছাড়া।

**রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ট্রাম্প

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।