ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আব্দুল্লাহপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
আব্দুল্লাহপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ আব্দুল্লাহপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর আব্দুল্লাহপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে উত্তরা দক্ষিণখানের আটিপাড়া মোড়ে অবস্থিত এপিএস গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা আব্দুল্লাহপুরে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ-মিছিল করে।

উত্তরা বিভাগের উপ কমিশনার (ডিসি) জয়দেব কুমার ভদ্র বাংলানিউজকে জানান, আমার পোশাক শ্রমিকদের লাঠি না করেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।

এছাড়া শ্রমিকদের সমস্য‍া সমাধানে মালিক পক্ষের সঙ্গেও আলোচনা করেছি।

উত্তরাপূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল গণি সাবু বাংলানিউজকে জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে উত্তরা দক্ষিণখানে একটি পোশাক কারখানার শ্রকিমরা আব্দুল্লাহপুরে সড়ক অবরোধ করেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত চার দিন ধরে ওই পোশাক কারখানা বন্ধ রয়েছে। বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমঅাইএইচ/এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।