ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেকার ডিপ্লোমা ফার্মাসিস্টদের নিয়োগ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
বেকার ডিপ্লোমা ফার্মাসিস্টদের নিয়োগ দাবি বেকার ডিপ্লোমা ফার্মাসিস্টদের মানববন্ধন/ ছবি: রানা

ঢাকা: জরুরি ভিত্তিতে নিয়োগ বিধি প্রণয়ন করে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বেকার ডিপ্লোমা ফার্মাসিস্টরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন।
 
সংগঠনের আহ্বায়ক আফরোজ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- অনন্ত কিশোর, আ. আলীম, নূর নবী, আ. হালিম, হেদায়েতুল ইসলাম, শিবলী সবুজ, নুরুর রহমানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৯ বছর যাবৎ ডিপ্লোমা ফার্মাসিস্টদের নিয়োগ বন্ধ রয়েছে। এটা হতাশাজনক। আমরা দিনে দিনে এভাবে নিয়োগ বন্ধ থাকার কারণে হতাশ হয়ে পড়ছি। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষৎ অনিশ্চিত হয়ে পড়বে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে আমাদের যাতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হয় সেই দাবি জানাচ্ছি।
 
এছাড়া ফার্মাসিস্টদের উচ্চশিক্ষা এবং ১০ম গ্রেড বাস্তবায়নেরও দাবি জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা।
 
পেশাজীবী সংগঠন বিডিপিএ-এর কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম এবং মহাসচিব আশরাফুল আলম মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসআইজে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।