ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে ঢিলেঢালাভাবে চলছে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
খাগড়াছড়িতে ঢিলেঢালাভাবে চলছে সড়ক অবরোধ

খাগড়াছড়ি: পার্বত্য জেলা পরিষদের অধীনে চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে তা বাতিলের দাবিতে খাগড়াছড়িতে ডাকা সড়ক অবরোধ ঢিলেঢালাভাবে চলছে।

জেলা সুসম উন্নয়ন কমিটি এ সড়ক অবরোধ আহ্বান করে। এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) একই দাবিতে সংগঠনটির ডাকে হরতাল পালিত হয়।

 

সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরতলীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। অবরোধের সমর্থনে এখনো কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্পর্শকাতর স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।