ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
রাজধানীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

ঢাকা: রাজধানীর দয়াগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে বাবুল হোসেন (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। বাবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাবুল গেন্ডারিয়ার ডিআইটি এলাকায় থাকতেন। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে ঢামেকে এসে মরদেহ শনাক্ত করেন স্বজনরা।

বাবুলকে ঢামেকে নিয়ে আসা পথচারী মো. মহসিন বাংলানিউজকে জানান, চলন্ত ট্রেনটি দয়াগঞ্জ এলাকায় পৌঁছালে ছাদে থাকা বাবুল নিচে পড়ে গুরুতর আহত হন।  

তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে আসা হয়। কিন্তু ঢামেকের চিকিৎসকরা বাবুলকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য বাবুলের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।