ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা নর্থ ব্যুরো: ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পৃথক স্থানে দুর্ঘটনায় অন্তত দু’জন নিহত ও তিনজন আহত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাথুলী ও বিকেলে ডাউটিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।

তিনি হলেন- কুষ্টিয়ার স্বম্তিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রাজ্জাক।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাথুলী এলাকায় পৌঁছালে পাটুরিয়ার দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন।

বিকেলে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস ডাউটিয়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ছেড়ে আসা একটি নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নছিমন চালক রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অজ্ঞাতপরিচয় বাসযাত্রীর মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।