ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো দিনাজপুর মহিলা সমিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো দিনাজপুর মহিলা সমিতি রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো দিনাজপুর মহিলা সমিতি

দিনাজপুর: কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় আশ্রয় নেওয়া বিপদগ্রস্ত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বস্ত্র ও নগদ অর্থ পাঠিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন দিনাজপুর মহিলা সমিতি। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের গণেশতলার দিনাজপুর মহিলা সমিতি কার্যালয় থেকে এ ত্রাণসামগ্রী পাঠানো হয়। সংগঠনটির উপদেষ্টা মো. মশিউর রহমান ত্রাণসামগ্রী নিয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রওয়ানা দেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা সমিতির সভানেত্রী নাসিমা চৌধুরী, সহ-সভানেত্রী চৌধুরী আয়শা সিদ্দিকা, সাধারণ সম্পাদিকা মাহমুদা জাহান হোসেন বিউটি, কোষাধ্যক্ষ সারোয়াত রহমান তপা, সদস্য ফারজানা, শিরীন আক্তার পারভীন, দিলারা আহমেদ ও মহিলা সমিতি পরিচালিত স্কুলের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন প্রমুখ।

বন্যায়ও দিনাজপুরের বিভিন্ন স্থানে দুর্গত-অসহায় মানুষের জন্য মহিলা সমিতি বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী বিতরণ করেছিল।

 বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।