ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
রাঙামাটিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার  (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মুদির দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বনরূপা এলাকার রাম ভাণ্ডার মুদির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সেমাইয়ের মূল্য নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার কারণে দোকান মালিক বিষু চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ওই এলাকার অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও বাজার দর অনুযায়ী পণ্য বিক্রি করার জন্য সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদা আক্তারের নেতৃত্ব অভিযানে জেলা বাজার কর্মকর্তা (মার্কেটিং) মোস্তাক আহম্মেদ, জেলা প্রশাসনের পেশকার নজরুল ইসলাম ও পুলিশ সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে শহরের রিজার্ব বাজার ও তবলছড়ি এলাকায়ও  এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট শাহেদা আক্তার বাংলানিউজকে জানান, জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার দর নিয়ন্ত্রণের জন্য অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।