ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাইকিং করে ইলিশ বিক্রি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
মাইকিং করে ইলিশ বিক্রি! বাজারে ক্রেতাদের ভিড়/ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: সরবরাহ বাড়ায় ক্রেতা আকর্ষণে লক্ষ্মীপুরের কমলনগরে মাইকিং করে বিক্রি করা হচ্ছে রুপালি ইলিশ। সস্তায় স্বাদের সে মাছ কিনতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন বাজারে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কমলনগর উপজেলার সদর হাজিরহাট বাজারে কম দামে ইলিশ বিক্রি করা হচ্ছে জানিয়ে মাইকিং করা হয়। মুহূর্তে ইলিশ কিনতে বাজারে ভিড় জমান ক্রেতারা।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, অন্যদিনের তুলনায় বাজারে প্রচুর ইলিশ মাছ। স্থানীয় মাছ ব্যবসায়ীরা ২৫ থেকে ৩০ খাড়ি (ঝুড়ি) ইলিশ সাজিয়ে বিক্রি করছেন। মাইকিং করায় অন্য দিনের চেয়ে ক্রেতাও বেশি। বিক্রিও ভালো।

কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা মাইকিং শুনে সস্তায় ইলিশ কিনতে বাজারে এসেছেন।

কম দামে ইলিশ কিনে খুশি ক্রেতাস্থানীয় চর জাঙ্গালিয়া গ্রামের প্রবাসী নিজাম উদ্দিন জানান, মাইকিং করে ক্রেতাদের আকর্ষণ করা হয়েছে। ২ কেজি ৬শ গ্রাম ওজনের ৬টি ইলিশ ১ হাজার ৪০ টাকা দিয়ে কিনেছে তিনি। প্রতি কেজি ইলিশের দাম পড়েছে ৪শ টাকা ।

মাছ বাজার ইজারাদার মো. সফিক বলেন, বাজারে প্রচুর ইলিশ উঠেছে, যে কারণে মাইকিং করা হয়েছে। এতে বাজারে ইলিশের ক্রেতা বেড়েছে। বিক্রিও হচ্ছে প্রচুর। তিনি জানান, সাইজের ওপর নির্ভর করে প্রতি কেজি ইলিশ ২শ ৫০ থেকে ৬শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, মেঘনা নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে, বাজারে আসছে প্রচুর। দামও আগের চেয়ে কম।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।