ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা নারীদের বিয়ে করতে বারণ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
রোহিঙ্গা নারীদের বিয়ে করতে বারণ  ট্রাকে রোহিঙ্গা নারীরা- ছবি: দীপু

ঢাকা: আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নারীদের বিয়ে না করতে বাংলাদেশি পুরুষদের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।  

তথ্যমন্ত্রী বলেন, যেসব রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না।

কারণ এক্ষেত্রে নারী ও শিশু পাচারের শঙ্কা তৈরি হবে।
 
তিনি জানান, রোহিঙ্গাদের এক জায়গায় রাখা হচ্ছে। তারা যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়তে পারে সেদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণকেও সতর্ক থাকতে হবে।  
নির্ধারিত জায়গার বাইরে কোথাও রোহিঙ্গা দেখা গেলে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে। তাদেরকে আটক করে পুরনায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।  

মিয়ানমার সেনাবাহিনী তাদের ওপর আক্রমণ করার পর থেকেই রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুসহ সব শ্রেণীর মানুষ বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। এখনো নদীর স্রোতের মতো বাংলাদেশে আসতেছে রোহিঙ্গা শরনার্থীরা।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।