ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পূর্বধলায় ৪৮ বোতল মদসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
পূর্বধলায় ৪৮ বোতল মদসহ ২ বিক্রেতা আটক

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় ৪৮ বোতল ভারতীয় মদসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের সুজিত চন্দ্র দাসের ছেলে জগদ্বীশ চন্দ্র দাস (৩০) ও হাটখলা গ্রামের সুবোধ দাসের ছেলে দেবব্রত দাস তাপস (২৯)।

পূর্বধলা থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে মোটরসাইকেলে করে উপজেলার ঘাগড়া ইউনিয়নে যাচ্ছিলেন জগদ্বীশ ও দেবব্রত।

এসময় সন্দেহ হলে মোটরসাইকেল থামিয়ে তাদের তল্লাশি চালালে সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরে তাদের আটক করে পুলিশ।

তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।