ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
বরিশালে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ৩

বরিশাল: বরিশাল নগরে পৃথক অভিযান চালিয়ে তিন কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে বরিশাল র‌্যাব ৮ এর সহযোগীতায় রোববার (১৭ সেপ্টেম্বের) দিনভর অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, নগরের কেডিসির নামার চরে অভিযান চালিয়ে নাসির বেপারী (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।

নাসির ওই এলাকার আজাহার বেপারীর ছেলে।

অপর অভিযানে একই এলাকার তেতুলতলা থেকে নাসিমা বেগম (৪৫) ও টুলটুলি বেগম (২৫) নামে দুই নারী মাদক বিক্রেতাকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। নাসিমা ওই এলাকার ইউনুস মুন্সির স্ত্রী এবং টুলটুলি বেগম একই এলাকার রনি সরদারের স্ত্রী।  

এদিকে নগরের শিল্পকলা একাডেমি ভবনের পূর্বপাশে অভিযান চালিয়ে এক কেজি ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে এ অভিযানে মাদক বেচা-বিক্রির সঙ্গে জড়িত মৃত এনতাজ উদ্দিন হাওলাদারের দুই ছেলে মালেক হাওলাদার ও সালেক হাওলাদার পালিয়ে যায়।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরির্দশক আব্দুল মালেক তালুকদার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন. অভিযানে আটকদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।