ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
শার্শায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত   দুর্ঘটনার শিকার অটো রিকশা/ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা সড়কে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী জনি মিয়া (২৪) মারা গেছেন। এসময় আহত হয়েছেন অজ্ঞাত পরিচয় আরও চার যাত্রী।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নাভারণ-সাতক্ষীরা সড়কের হাড়িখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রী শার্শা উপজেলার লাউতারা গ্রামের মিন্টু হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইজিবাইক চালক পাঁচজন যাত্রী নিয়ে নাভারণ বাজার থেকে বাঁগআচড়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় নাভারণগামী একটি ট্রাক (ঢাকা মেট্র ট -১৮-১২২৫) ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে ধাক্কা দিলে ইজিবাইকে থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।  

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান জনি। আহত অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।