ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না.গঞ্জে আর কে শ্রমিকদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
না.গঞ্জে আর কে শ্রমিকদের সড়ক অবরোধ বিক্ষোভকারী শ্রমিকরা

নারায়ণগঞ্জ: বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরের চৌধুরীবাড়িতে অবস্থিত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ‘আর কে গ্রুপ’ এর শ্রমিকেরা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ শিমরাইল সড়ক অবরোধ করে ওই বিক্ষোভ করে তারা।  

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) নাছিরউদ্দিন জানান, ১০ দিনের বেতনের দাবিতে সন্ধ্যা ৬টায় আর কে গ্রুপের কয়েক’শ শ্রমিক রাস্তায় নেমে আসে।

তারা নারায়ণগঞ্জ-শিমরাইল সড়ক বন্ধ করে বিক্ষোভ করলেও কোনো ভাঙচুর করেনি।  

খবর পরে পুলিশ গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। সন্ধ্যা ৭টা থেকে আবার যান চলাচল শুরু হয়। সোমবার কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা বাড়ি চলে যায়।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৭, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।