ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলডাঙ্গায় গুদাম ঘরে আগুন, আড়াই লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
নলডাঙ্গায় গুদাম ঘরে আগুন, আড়াই লাখ টাকার ক্ষতি

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়ির গুদাম ঘরে আগুন লেগেছে। এতে ধান, পাট, পেঁয়াজ ও ভূট্টাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভায়।

নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রান্না ঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই গুদাম ঘরে রাখা ৫০ মণ ধান, ২০ মণ পাট, ১০ মণ পেঁয়াজ ও ২০ মণ ভূট্টাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে আগুন নিভায়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad