ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মদনে ৩ পুকুরে বিষ দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
 মদনে ৩ পুকুরে বিষ দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধন পুকুরে ভেসে ওঠা মরা মাছ

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাড়রী দশআশী গ্রামে মাছ চাষের তিনটি পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় আট লাখ টাকার মাছ মরে গেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় মাছ চাষী আব্দুল হক মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, তিনটি পুকুরে তেলাপিয়া, রুই কাতল, মৃগেল, শিংসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ ও রেণু পোনা উৎপাদন করছিলেন তিনি।

কিন্তু কে বা কারা শত্রুতা করে পুকুরগুলোতে বিষ ঢেলে দিলে রোববার সকাল থেকে মাছগুলো মরে ভাসতে শুরু করে।
এতে তার আনুমানিক আট লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি করেন তিনি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বাংলানিউজে জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।