ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে জাল টাকাসহ মা-মেয়ে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
সাভারে জাল টাকাসহ মা-মেয়ে আটক

সাভার,  ঢাকা : সাভারে জাল টাকার ব্যবসার অভিযোগে মা-মেয়েকে আটক করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর একটি দল।

রোববার (১৭ সেপ্টেস্বর) রাতে সাভারের নয়াবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলো মা রুপালী বেগম (৩৮), মেয়ে মিম (১৪)।

 

ডিবি পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাভারের নয়াবাড়ি এলাকার সাহাব উদ্দিনের মালিকানাধীন কিছুক্ষন-১ নামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।  

জাল টাকা

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ইস্রাফিল ও কুলসুম নামে আরো দুই জনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুল। এ সময় তাদের কাছ থেকে ২১টি এক হাজার টাকার নোট জব্দ করা হয়।

আটক কৃত রুপালী বেগমের স্বামীর নাম আলাউদ্দিন। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭/আপটেড ২১২৯
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।