ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শায় ৬৬ বোতল ফেনসিডিলসহ নারী আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
শার্শায় ৬৬ বোতল ফেনসিডিলসহ নারী আটক  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাহানারা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রোববার (১৭ সেপ্টোম্বর) দুপুরে উপজেলার দাদখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নারী মাদক বিক্রেতা উপজেলার দাদখালী গ্রামের জাকীর হোসেনের স্ত্রী।

 

র্যাব-৬, যশোর ক্যাম্পের সিনিয়র এএসপি মো. খোদাদাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শার্শা সীমান্ত এলাকায় শাহানারার বাড়ি থেকে ৬৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

পরে আটক ওই নারীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত/২০০৪) এর ১৯ (১) টেবিল ৩(খ) ধারায় মামলা করা হয়েছে বলে জানান শার্শা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবীর হোসেন।  

তিনি জানান, আদালতের মাধ্যমে ওই নারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭ 
এজেডএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।