ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে অভিযান চালিয়ে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) সদস্যরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকার মো. রফিক উল্লাহর ছেলে মো. শাহআলম সবুজ (২৯), ছোট গুড়গোলা এলাকার আব্দুল মতিনের ছেলে মো. শেখ ফরহাদ সুমন (৩৫) ও জয়পুরহাট জেলার সদর উপজেলার পশ্চিম দেবীপুর এলাকার মৃত মোস্তফা আজিজের ছেলে মো. মহসীন উল আজিজ (৪০)।

 

দিনাজপুর- র‌্যাব-১৩ ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।  

আটকদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মেজর তালুকদার নাজমুছ সাকিব।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।