ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পরে শিশু আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পরে শিশু আহত

আশুলিয়া (সাভার): আশুলিয়ার জামগড়া এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে খসে পড়া ইটের আঘাতে বৃষ্টি আক্তার (৬) নামে একটি শিশু গুরুতর আহত হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাচঁটার দিকে আশুলিয়ার জামগড়া স্কুল রোড এলাকার স্থানীয় রোমান ভূইয়ার নির্মাণাধীন আটতলা ভবনের নিচে এ ঘটনা ঘটে।

বৃষ্টিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সে জ্ঞান দীপ আদর্শ স্কুলের প্লে শ্রেণিতে পড়াশুনা করে।

বিদ্যালয়টির প্রতিষ্ঠিতা কামরুল হাসান জানান, বিকেলে বৃষ্টি স্কুল মাঠে খেলতে আসছিল। এসময় রোমান ভূইয়ার আটতলা ভবনের ছাদ থেকে একটি ইট খসে বৃষ্টির মাথায় পড়ে। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিক ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, নির্মাণাধীন ভবনে কোনো নিরাপত্তা বেস্টনি না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। বার বার ভবন মালিককে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad