ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
কেরানীগঞ্জে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ফারজানা (০৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন সিরাজনগর উত্তরপাড়া এলাকায় নিহতের বাড়ির পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারজানা সিরাজনগর মারকাতুল হুদা কওমী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী।

এঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এনামুল হক (২৬) ও রহমত আলী (৫৫) নামে দুই জনকে আটক করা হয়েছে।

নিহত ফারজানার বাবা মো. কবির হোসেন বাংলানিউজকে বলেন, শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আমার মেয়ে নিখোঁজ হয়। পরে আমি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। সকালে এক ব্যক্তি মোবাইলে জানায় তারা আমার মেয়েকে অপহরণ করেছে। তাকে পেতে হলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। পরে আজ বিকেলে আমার বাসার পাশে একটি ঝোপ থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাওয়ার্দী হোসেন বাংলানিউজকে বলেন, নিহতের গলায় ক্ষত দাগ এবং কনুইয়ে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। গলা ও পা নাইলনের সুতা দিয়ে বাধা ছিলো। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ