ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেন্দিগঞ্জে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
মেহেন্দিগঞ্জে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ মেহেন্দিগঞ্জে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট এলাকা থেকে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট (নতুন) জাল জব্দ করা হয়েছে।

যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড বাহিনী সিজি স্টেশন কালীগঞ্জের একটি অপারেশান দল ইআরএ-৩, এম আলমগীরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় উপজেলার উলানিয়া লঞ্চঘাট এলাকা থেকে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট (নতুন) জাল জব্দ করা হয়।

জব্দ হওয়া অবৈধ কারেন্ট জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ডের পক্ষ থেকে পাঠানো ই-মেইল বার্তায় জানানো হয়, আসন্ন মা ইলিশ রক্ষা অভিযান - ২০১৭ উপলক্ষে কোস্টগার্ড বাহিনী দক্ষিণ জোনের আওতাধীন এলাকায় অবৈধ কারেন্ট জালের অনুপ্রবেশ রোধে বাহিনীর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এমএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।