ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বাধ্য হবে’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বাধ্য হবে’  মানববন্ধন-ছবি-বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ সরকারের বর্তমান ভূমিকা অব্যাহত থাকলে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

রোববার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।

রিয়াজুল হক বলেন, মিয়ানমারে হত্যা করা হচ্ছে অসংখ্য শিশুসহ নারী, যুবক ও বৃদ্ধাদের।

এ ঘটনায় বিশ্ব বিবেক স্তব্ধ। বিশ্ব মানবতার স্বার্থে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার যে ভূমিকা নিয়েছে এটা অব্যাহত থাকলে মিয়ানমার সরকার নির্যাতিত রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হবে।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। অধিবেশনে নির্যাতিত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।  

এ সময় মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এমএসি/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।