ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নানিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
নানিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বগাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মৃতরা হলেন-মো. ইসহাক মীর (৬০) ও তার স্ত্রী রাশেদা বেগম (৫৫)।


 
বগাছড়ি পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, রাতে ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে ইসহাকের টিনের ঘরের চালায় পড়ে। এতে তার পুরো ঘর বৈদ্যুতায়িত হয়। বিষয়টি বুঝতে না পেরে ঘরের দরজা আটকাতে গেলে ইসহাকের হাত বিদ্যুতায়িত হয়ে পুড়ে যেতে থাকে। টের পেয়ে স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে রাশেদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad