ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাপাহারে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
সাপাহারে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর সাপাহারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্ত্বরে সাপাহার থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সদস্য শ্রী কার্তিক সাহা, পূজা উদযাপন পরিষদ সাপাহার থানা শাখার সাধারণ সম্পাদক শ্রী গোপাল মণ্ডল ও ইউনিয়ন সভাপতি ডা. অর্জুন সাহাসহ উপজেলার ১৩টি দুর্গা মন্দিরের সভাপতি-সম্পাদকরা।

ওসি শামসুল আলম শাহ্ বাংলানিউজকে জানান, প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রতিটি মন্দিরে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টম্বের ১৭, ২০১৭

টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।