ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন মানববন্ধন-ছবি-বাংলানিউজ

বরিশাল: শিক্ষাব্যাবস্থা জাতীয়করণের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) উদ্যোগে রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করা হয়।

সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মামুন অর রশীদ, অধ্যক্ষ ফখরুল ইসলাম, অধ্যাপক কবির হোসেন, অধ্যক্ষ মিজানুল ইসলামসহ সংগঠনের নেতারা।

এসময় বক্তারা বিদ্যালয়ে পাঠদানে সুষ্ঠ‍ু পরিবেশ ফিরিয়ে দিয়ে শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকারকে আহ্বান জানান।

মানববন্ধন শেষে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad