ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শিক্ষা দিবসে বরিশালে র‌্যালি-আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
শিক্ষা দিবসে বরিশালে র‌্যালি-আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: `শিক্ষার বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণ রুখে দাঁড়াও’ স্লোগানে শিক্ষা দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার আয়োজনে রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলে এ আলোচনা সভা হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল জেলা শাখার সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল খেলাঘর শিশু সংঘঠক জীবন কৃষ্ণ দে, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দফতর সম্পাদক শ্যামল বর্মন, বরিশাল জেলা বাসদ সংগঠক বদরুদ্দোজা সৈকত প্রমুখ।

 

অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর প্রমুখ। সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময় : ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭।
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।