ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জবির ক্যান্টিনে পচা সিঙ্গারা বিক্রি!

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
জবির ক্যান্টিনে পচা সিঙ্গারা বিক্রি! রেভেনাস প্লাস ক্যান্টিন

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেভেনাস প্লাস নামের ক্যান্টিনে পচা সিঙ্গারা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) ক্যান্টিনের তৈরি সিঙ্গারার মধ্যে দেওয়া আলুভাজি থেকে উটকো গন্ধ বের হয় বলে অভিযোগ করেন সাধারন শিক্ষার্থীরা।  

অভিযোগকারী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাদেক আবদুল্লাহ্ বাংলানিউজকে বলেন, সকালে কেন্টিনে নাস্তা করতে এসে সিঙ্গারায় মুখ দিতেই উটকো গন্ধে মুখ বন্ধ হয়ে আসছিলো।

ক্যান্টিনের কর্মচারীদের বললে তারা উল্টো তর্ক শুরু করেন।

ক্ষোভ প্রকাশ করে রাষ্টবিজ্ঞানের শিক্ষর্থী রবিন হোসাইন বাংলানিউজকে বলেন, আমাদের হল নেই, সকালে ক্যম্পাসে এসে সাধারণত নাস্তা করি। তার মধ্যে এ ধরনে বাসি পঁচা খাবারে আমাদের কি অবস্থা হতে পারে? বিশ্ববিদ্যালয় কেন্টিনের দিকে কোনো নজর না দেওয়ায় এই হাল হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ক্যান্টিন কর্মচারী আলমগীর বাংলানিউজকে বলেন, রাতেই সাধারণত সিঙ্গার জন্য আলু ভাজি করে রাখি। কিন্তু কে যেন ভাজিতে নাড়াচাড়া করছে তাই এমন হয়েছে।

এ প্রসঙ্গে কেন্টিন পরিচালক হিমু বাংলানিউজককে বলেন, আমি জানিনা, জেনে আপনাকে জানাবো।  

এ ব্যাপারে জানতে চাইলে জবি ছাত্রকল্যানের পরিচালক সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমি এখনি ব্যবস্থা নিচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭,২০১৭
ডিআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।