ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়ামতপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
নিয়ামতপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
 

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খড়িবাড়ী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রেজাউল করিম (৩০) ও একই গ্রামের নূর কুতুবুল আলমের ছেলে মাহবুব আলম (৩২)।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রেজাউল ও মাহবুব পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানাসহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে খড়িবাড়ী বাজার থেকে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।