ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মানববন্ধন-ছবি-বাংলানিউজ

রাজশাহী: মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, লুটপাট ও বিতাড়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।  

সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন চলাকালে আয়োজিত বিক্ষোভ সমাবেশে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ওয়ার্কার্স পাটির মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, সাংবাদিক হাসান মিল্লাত, লেখক ও সাংবাদিক প্রশান্ত সাহাসহ আরও অনেকে বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য থেকে তাদের বিতাড়িত করা হচ্ছে। প্রতিনিয়ত লুটপাট চলছে। তবে এখনও বিশ্ব বিবেক জাগ্রত হচ্ছে না। মানুষ হিসেবে তাদের পাশে সবার দাঁড়ানো উচিৎ।  

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিতাড়িত হয়ে জীবনের ভয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। তাদের পাশে দাঁড়াতে হবে।  

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে চলমান রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের জোরালো পদক্ষেপ কামনা করে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।