ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

কুষ্টিয়া: তিন শ্রমিককে আটক করার প্রতিবাদে কুষ্টিয়ায় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। 

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় কর্মবিরতি শুরু হয়েছে।

কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম বলেন, অন্যায়ভাবে আমাদের তিন শ্রমিককে আটক করা হয়েছে।

এছাড়া প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের প্রায়ই হয়রানি করা হয়। এজন্য আটক শ্রমিকদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।  

এদিকে, পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে কুষ্টিয়া থেকে কোনো রুটে বাস চলাচল করছে না। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা পড়েছে চরম বিপাকে।  

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার বটতৈলে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ তিন পরিবহন শ্রমিককে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।