ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে চিতা বাঘ সদৃশ প্রাণী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
সাভারে চিতা বাঘ সদৃশ প্রাণী আটক চিতা বাঘ সদৃশ প্রাণী-ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে চিতা বাঘ সদৃশ একটি প্রাণী আটক করেছে এলাকাবাসী।

শনিবার (১৬ সেপ্টম্বর) দিনগত রাতে সাভারের মধুমতি মডেল টাউন এলাকা থেকে প্রাণীটি আটক করা হয়।

এলাকাবাসী জানান, মধুমতি মডেল টাউন এলাকায় স্থানীয়রা চিতা বাঘের মতো একটি প্রাণী দেখতে পায়।

পরে প্রাণীটি আটক করে বলিয়ারপুর এলাকায় একটি বাড়িতে রাখা হয়। প্রাণীটি এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছে স্থানীয়রা।  

সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলে রাব্বী বাংলানিউজকে বলেন, এ বিষয়ে খবর পেয়েছি। দেখে বলা যাবে এটি কোনো প্রাণী।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।