ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
হাতিয়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া গ্রামে বজ্রপাতে রওশন আরা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলের বউ ছলেমা বেগমসহ (২০) দু’জন।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রওশন আরা ওই গ্রামের জামাল মাঝির স্ত্রী।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বাংলানিউজকে জানান, সকালে জামাল মাঝির ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার স্ত্রী মারা যান। এসময় আহত হন তার ছেলের বউসহ দু’জন। আহত ছলেমাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ