ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
শৈলকুপায় ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে দুই মাদক ব্যবসায়ীকে আট মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওসমান গণি এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রামচন্দ্রপুর গ্রামের মৃত চাঁদ আলী জোয়াদ্দারের ছেলে আইয়ুব আলী জোয়াদ্দার ও তার স্ত্রী পারভীন আক্তার।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর রাসেল আলী বাংলানিউজকে জানান, রামচন্দ্রপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা করছেন, এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালানো হয়। এসময় ২৫০ গ্রাম গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের আট মাস করে কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad