ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এলাকায় ১৪৪ ধারা জারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এলাকায় ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি: প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচির কারণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

প্রশাসন রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ থেকে স্বনির্ভর বাজার পর্যন্ত যেকোন ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনে চলমান প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে।  

অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।