ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সার সংরক্ষণ গোডাউন হচ্ছে ১৩ জেলায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
সার সংরক্ষণ গোডাউন হচ্ছে ১৩ জেলায় ফাইল ছবি

ঢাকা: ইউরিয়া সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার জন্য দেশের ১৩টি জেলায় বাফার গোডাউন নির্মাণ করবে সরকার। 

নীলফামারী, সুনামগঞ্জ,গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, পাবনা, যশোর,বরিশাল, রাজবাড়ী এবং গাইবান্ধায় নির্মাণ করা হবে এই  গোডাউনগুলো।  

৪৮২ কোটি টাকা ব্যয়ে চলতি বছর থেকে শুরু হয়ে ডিসেম্বর ২০১৯ মেয়াদের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে গোডাউনগুলোর।

দেশজুড়ে ইউরিয়া সারের ব্যবহারের উপর নির্ভর করে গোডাউন নির্মাণের স্থান নির্ধারণ করা হচ্ছে।

গোডাউনগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছে ৫০ বছর।

গোডাউনগুলো নির্মিত হলে গোডাউন ভাড়া ও সার রি-ব্যাগিং বাবদ বছরে খরচ হওয়া অতিরিক্ত প্রায় ২৩০ কোটি টাকা সাশ্রয়ের আশা করছে সরকার।

গত ৩ এপ্রিল প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পের আওতায় ১৩টি গোডাউনের প্রত্যেকটির জন্য ন্যূনতম ৩ দশমিক ৮ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে।

নির্বাচিত স্থানগুলোতে সড়ক, রেল ও নদীপথে যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। এখন চলছে ভূমি অধিগ্রহণের কাজ।

শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিসিআইসি) জিয়াউর রহমান খান বাংলানিউজকে বলেন, দেশে ইউরিয়া সারের ব্যবহার প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেই তুলনায় সংক্ষরণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে খোলা স্থানে রাখার কারণে ইউরিয়া সার নষ্ট হচ্ছে। এসব কথা বিবেচনা করে দেশের ১৩টি জেলায় সার সংরক্ষণ গোডাউন নির্মাণ করা হচ্ছে। ’

বিশেষজ্ঞদের মতে, খোলা জায়গায় রাখার কারণে ইউরিয়া সার জমাট বেঁধে দ্রুত নষ্ট হযে যায়।

আদ্রতার কারণে সারের গুণগত মানও ঠিক থাকে না। ফলে প্রকৃত সুফল পাওয়া থেকে বঞ্চিত হন কৃষকেরা।  
 
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এমআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।