ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুর শাহআলী নবাবেরবাগ বেড়িবাঁধে সড়ক দুর্ঘটনায় শাকিল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শাকিব নওগাঁ জেলার মান্দা উপজেলার আহসান হাবীবের ছেলে। শাহআলী নবাবেরবাগ এলাকার ১৫১/২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে নবারেরবাগ বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘনা ঘটে।

স্থানীয়রা জানান, আহত‍াবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর সেলিনা হাসপাতালে নিয়ে যায়। সেখান অবস্থার অবনতি হলে থেকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আহসান হাবীব বলেন, শাকিব বেশিরভাগ সময় বাসাতেই থাকতেন। তেমন কোনো কাজ করে না। রাত ৮টার দিকে বেড়িবাঁধ দিয়ে মোটরসাইকেলযোগে বাসায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে আমরা সেখানে যাই, শাকিবের অবস্থান অবনতি হলে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের ধারণা মোরটসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়িবাঁধে এ সড়ক দুর্ঘটনার শিকার হয় শাকিল।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকেম মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এজেডএস/এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad