ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
বাসাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলের চাপড়া বিলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি ডা. কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নৌকা বাইচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।

নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক একে আজাদ খান শূরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নৌকা বাইচে টাঙ্গাইল, ঢাকা, সাভার, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন ধরনের শতাধিক নৌকা অংশ নেয়। এই নৌকা বাইচ উপভোগ করেন হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।