ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ৭২২টি মণ্ডপে হবে দুর্গাপূজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
নওগাঁয় ৭২২টি মণ্ডপে হবে দুর্গাপূজা

নওগাঁ: নওগাঁর মন্দিরগুলোতে বেশ জোরেশোরে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। এবার নওগাঁ জেলায় ৭২২টি মণ্ডপে হবে দুর্গাপূজা। যথাযোগ্য মর্যাদায় এ উৎসব পালনের জন্য চলছে জোর প্রস্তুতি।

নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল বাংলানিউজকে বলেন, এবার দোলায় চড়ে মা দুর্গা সকলের কল্যাণ বয়ে নিয়ে আসবেন। শান্তি বিরাজ করে যাবেন সকল ধর্মের মানুষের ওপর।

তাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক দেশ গঠনে পালন করা হবে শারদীয় উৎসব।

নওগাঁ জেলা পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মণ্ডপগুলো নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো সিসিটিভির আওতাধীন রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ