ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে ১২৩০টি মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
দিনাজপুরে ১২৩০টি মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি চলছে প্রতিমার কাজ-ছবি-বাংলানিউজ

দিনাজপুর: আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে সামনে রেখে মৃৎশিল্পী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে জেলার পূজা মণ্ডপগুলোতে সারিবদ্ধভাবে তৈরি করা হচ্ছে প্রতিমা। ক’দিন পরেই শিল্পীর তুলির আঁচড়ে সেজে উঠবে প্রতিমা।

এবার দিনাজপুর জেলার ১৩ উপজেলায় ১ হাজার ২৩০টি মণ্ডপে হবে দুর্গাপূজা। সনাতন ধর্মালম্বীরা মা দুর্গাকে বরণ করতে নানা আয়োজন করছেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পরজপুর শাহ্পাড়া গ্রামের আখিরা কালি মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি সতিশ চন্দ্র রায় বাংলানিউজকে জানান, মৃৎশিল্পীরা রাতদিন সমানতালে কাজ করছেন। এবারের পূজা মণ্ডপ ও প্রতিমাগুলোকে সাজানো হচ্ছে ভিন্ন সাজে।  

চলছে প্রতিমার কাজ-ছবি-বাংলানিউজএকই মণ্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পী মনোরঞ্জন শীল বাংলানিউজকে জানান, গত মাসের বন্যার কারণে প্রতিমা তৈরির কাজ শুরু করতে দেরি হয়েছে। হাতে সময় কম থাকায় রাত-দিন সমানতালে কাজ করতে হচ্ছে। এবারে প্রতিমা তৈরি করতে মৃৎশিল্পীরা ১০ হাজার থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা পর্যন্ত মজুরি নিচ্ছেন।

দিনাজপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বরুপ কুমার বকসি বাচ্চু জানান, গতবারের চেয়ে এবার ১০টি মণ্ডপ বেড়েছে। তিনদিন মহাউৎসবের পর শনিবার (৩০ সেপ্টেম্বর) দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব।

চলছে প্রতিমার কাজ-ছবি-বাংলানিউজদিনাজপুর পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম জানান, দুর্গা পূজা উপলক্ষে জেলার প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও থাকবে পুলিশ। এছাড়া পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক টহলে থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।