ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নিয়ামতপুরে বাল্যবিয়ে পড়ানোর দায়ে মৌলভীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
নিয়ামতপুরে বাল্যবিয়ে পড়ানোর দায়ে মৌলভীর কারাদণ্ড

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে বাল্যবিয়ে পড়ানোর দায়ে হাতেম আলী (৫৫) নামে এক মৌলভীকে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত হাতেম উপজেলার রাউতারা গ্রামের বাসিন্দা এবং গোয়ালবাড়ি মসজিদের ইমাম।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কয়েক মাস আগে উপজেলার ভাতকুণ্ডু গ্রামের আব্দুস সালামের নাবালিকা মেয়ের সঙ্গে মান্দা থানার সদলপুর গ্রামের ফজলুর রহমামের ছেলের বিয়ে পড়ান হাতেম। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। হাতেম বাড়িতে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে তিনদিনের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।