ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গরু চড়ানোকে কেন্দ্র করে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
গরু চড়ানোকে কেন্দ্র করে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইন্দ্রা দেবী চাকমা (৫৫) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার মধ্যম বোয়ালখালী এলাকার মৃত সুরতি রঞ্জন ত্রিপুরার স্ত্রী। এ ঘটনায় ঘাতক আলাউদ্দিনকে (৫০) আটক করা হয়েছে।
 
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার মধ্যম বোয়ালখালী এলাকার প্রতিবেশী ইন্দ্রা চাকমা জমিতে গরু চড়াতে গেলে আলাউদ্দিন বাধা দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আলাউদ্দিন ইন্দ্রা চাকমার কোমড়ের বাম দিকে ছুরিকাঘাত করে।

এতে ঘটনাস্থলে তার (ইন্দ্রা) মৃত্যু হয়।
 
ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক আলাউদ্দিনকে আটক করে পুলিশে সোর্পদ করে। নিহত ইন্দ্রা চাকমা চার সন্তানের জননী।

জানা যায়, ওই জায়গা ইন্দ্রা দেবীর কাছ থেকে আলাউদ্দিন বন্ধক নিয়ে ধান চাষ করছিলেন।
 
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ময়না তদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  
 
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।