ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে অটোরিকশা চাপায় ছিনতাইকারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
টাঙ্গাইলে অটোরিকশা চাপায় ছিনতাইকারী নিহত

টাঙ্গাইল: জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় ব্যাটারি চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে মেহেদী হাসান (১৭) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী পৌরসভার দিঘুলীয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

 

টাঙ্গাইল কাগমারী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামাল বাংলানিউজকে জানান, রাতে আকাশসহ কয়েকজন সঙ্গীকে নিয়ে নিজের অটোরিকশায় যাত্রী উঠিয়ে তাদের টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনতাই করছিল মেহেদী। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। দ্রুত পালাতে গেলে তাদের অটোরিকশাটি উল্টে যায়। এসময় অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।  

অন্যদিকে, স্থানীয়রা ধাওয়া করে আকাশকে ধরতে সক্ষম হলেও বাকি ছিনতাকারীরা পালিয়ে যায়। পরে আকাশকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।