ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে চোলাই মদ ও গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
নাটোরে চোলাই মদ ও গাঁজাসহ আটক ২

নাটোর: নাটোরে ১৬০ লিটার চোলাই মদ ও ৩০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত নাটোর-রাজশাহী মহাসড়কের কোরিয়াপাড়ায় বাস থেকে একজনকে এবং বড়াইগ্রাম উপজেলার কুন্ডুপাড়া থেকে অপরজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুন্ডুপাড়ার মৃত রাজা গোমেজের স্ত্রী কারুলী গোমেজ (৪৫) ও রাজশাহীর বোয়ালিয়া থানার রঘুনাতপুর গ্রামের মৃত মুসলেম শাহের ছেলে মো. আজিজুল হক (৩২)।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারুলী গোমেজকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ১৬০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। অপরদিকে, নাটোর-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার কোরিয়াপাড়ায় ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ আজিজুল হককে আটক করা হয়।  

এ ব্যাপারে নাটোর ও বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।